Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আইসিটি থেকে এক লক্ষ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেয়া হবে--- ফয়েজ আহমদ তৈয়্যব
বিস্তারিত

আজ রংপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর আঞ্চলিক কার্যালয়ে জুলাই যোদ্ধাদের কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এআই এবং জেনারেটেড এআই সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারলে আমরা দেশে এবং আন্তর্জাতিকভাবে পিছিয়ে যাব। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আইসিটি থেকে এক লক্ষ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণার্থীদের পরামর্শ নিয়ে আমরা এই প্রশিক্ষণকে সময়োপযোগী করতে চাই । তিনি আরো বলেন, রংপুরের মানুষের আত্মত্যাগের কথা আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। তাই আমরা রংপুর থেকে এই প্রশিক্ষণ শুরু করেছি।

বিশেষ সহকারী আরও বলেন, আমরা মোবাইল আইসিটি ল্যাবের পরিকল্পনা গ্রহণ করেছি। এ গাড়িতে প্রশিক্ষণের সুবিধা থাকবে । মানুষ যেখানে অবস্থান করবে সেখানে গিয়ে ট্রেনিং দেওয়া হবে।

বিগত রাজনৈতিক সংস্কৃতির কারনে রংপুর পিছেয়ে পড়েছে। তাই প্রযুক্তিতে এ অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য আইসিটির করণীয় নির্ধারণের পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা ভাবা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রশিক্ষণ আয়োজন বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জুলাই যোদ্ধাদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে পাশাপাশি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্কুল কলেজে প্রথম ধাপে ৪২ ঘন্টার আইসিটি বিষয়ক প্রশিক্ষণ হবে এ প্রশিক্ষণের লার্নিং নিয়ে দ্বিতীয় ধাপে উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে এ প্রশিক্ষণে মাদ্রাসাগুলোকে যুক্ত করা হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এজ প্রকল্পের মাধ্যমে ১০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১০ টি আরআইসি ল্যাব স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা করার সুযোগ তৈরি হবে।

সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর নির্দেশে শহীদ আবু সাঈদ এর ভূমি থেকে আমরা এই প্রশিক্ষণ শুরু করেছি। ডিজিটাল ট্রান্সফরমেশনের যে স্বপ্ন আমরা দেখছি তার সাথে জুলাই যোদ্ধাদের সম্পৃক্ত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্যে রংপুর বিভাগের শহীদ ও আহত সেলের প্রধান সমন্বয়কারী মো রনি মিয়া জুলাই যোদ্ধাদের আইসিটি বিষয়ক দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের পাশাপাশি প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কম্পিউটার প্রদানের জন্য বিশেষ সহকারীর নিকট অনুরোধ জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক আয়োজিত রংপুর বিভাগের জুলাই যোদ্ধাদের জন্য ৭দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণে প্রথম পর্যায়ে ২০ জনকে কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ২০ জনকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ দেশব্যাপী ছড়িয়ে দেয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৬ আগস্ট ২০২৫ থেকে টাঙ্গাইলের গোরস্থান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদরাসার ১৬০ জন শিক্ষার্থী নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইল জেলার মোট ৭৪০ জন মাদ্রাসা শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় প্রশিক্ষিত হবে।


স্বাক্ষরিত
মুহম্মদ জসীম উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
০১৫৫০১৫৩২৫১

ডাউনলোড
প্রকাশের তারিখ
03/09/2025
আর্কাইভ তারিখ
31/12/2025